করোনার রোগীর চিকিৎসায় ফিল্ড হাসপাতাল উদ্বোধন করলেন মেয়র টিটু

এইচ এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ):
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের ব্যবস্থাপনায় ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। ১৫ জুলাই রাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি এম. এ ওয়াহেদ এর পৃষ্টপোষকতায় ১৫ নগরীর কৃষ্টপুরে নিরাময় ক্লিনিকে জেলা আওয়ামীলীগের সার্বিক ব্যবস্থাপনায় ফিল্ড হাসপাতালটি চালু করা হয়। করোনা আক্রান্তদের সহায়তায় ফিল্ড হাসপাতালের জন্য এম এ ওয়াহেদ ১৫টি সিলিন্ডার সহ যাবতীয় চিকিৎসা সামগ্রী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর কাছে হস্তান্তর করেন।
করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে বিশিষ্ট শিল্পপতি দানবীর এম এ ওয়াহেদ মহানুভাবতার হাত বাড়িয়ে মানুষের সহায়তায় অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী প্রদান করায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এম এ ওয়াহেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। ডা: মমিনুর রহমান জিন্নাহর তত্ত¡াবধানে জেলা আওয়ামীলীগের সার্বিক ব্যবস্থাপনায় একটি প্রশিক্ষিত টিম করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করবে।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মমিনুর রহমান জিন্নাহর সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুলের পরিচালনায় ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুছ, বিএমএ ময়মনসিংহের সভাপতি ডা: মতিউর রহমান ভুইয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, ড. সামীঊল আলম লিটন, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ¦ রেজাউল হাসান বাবু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন খান, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, ত্রান বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, সম্মানিত সদস্য অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম প্রমুখ।