গ্রীন রোডের পানি ভবন প্রাঙ্গণে মেডিকেল সেন্টার উদ্বোধন

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ব্যবস্থাপনায় রাজধানীর গ্রীন রোডের পানি ভবন প্রাঙ্গণে একটি মেডিকেল সেন্টার উদ্বোধন করা হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গতকাল এ সেন্টারের উদ্বোধন করেন। মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য করোনাকালীন ও করোনা আক্রান্ত রোগীদের জন্য এ মেডিকেল সেন্টার চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এবং পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম ওয়াহেদ উদ্দিন চৌধুরী প্রমুখ।