শিরোনাম

South east bank ad

প্রবাসীদের পাসপোর্ট ফি কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন   |   মন্ত্রী

প্রবাসীদের পাসপোর্ট ফি কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা



বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসী শ্রমিকদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে সম্মান দিয়ে এই সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধারা যেন অন্যদের চেয়ে বেশি টাকা না দেন, সেই ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাছ থেকে বেশি ফি নেওয়াটা যুক্তিসঙ্গত নয়।’



কাতার ও ইতালি সফর শেষে দেশে ফিরে তিনি জানান, প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি সব দেশে সমান করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কোন দেশে কতটা ফি কমানো সম্ভব হবে, তা যাচাই করে দেখা হবে।

উপদেষ্টা আরও বলেন, ‘আমরা প্রবাসীদের সবসময় রেমিট্যান্স যোদ্ধা বলি, কিন্তু তারা অনেক সময় সম্মানজনক সেবা পান না। বিমানে ও এয়ারপোর্টে যেন তারা উন্নত সেবা পান, সে বিষয়েও আমরা কাজ করবো।’

সরকারের এ সিদ্ধান্ত প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে এক ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: