South east bank ad

বিদ্যুৎ বিভাগের সাইবার সিকিউরিটি জোরদার করা সময়ের দাবি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

 প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ০৭:৪৩ অপরাহ্ন   |   মন্ত্রী

বিদ্যুৎ বিভাগের সাইবার সিকিউরিটি জোরদার করা সময়ের দাবি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ বিভাগের ডিজিটাল কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় সাইবার সিকিউরিটি জোরদার করা সময়ের দাবি। সেবা সহজীকরণ কার্যক্রম অব্যাহত রাখা আবশ্যক। কাজ করার সময় নিরাপত্তা গেজেট ব্যবহার করা বাধ্যতামূলক।

বুধবার বিদ্যুৎ খাতে বাস্তবায়নাধীন সমন্বিত ইআরপি (ইন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং) বিষয়ক টিওটি (ট্রেইনার অফ ট্রেইনার) প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনলাইনে উক্ত অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সকল কার্যক্রমই ডিজিটালি হওয়া উচিত। পেপারলেস অফিস করার উদ্যোগ হিসেবে ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং) বাস্তবায়ন করা অপরিহার্য। বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন দপ্তরসমূহ প্রাথমিকভাবে চারটি মডিউল বাস্তবায়ন করলেও পর্যাক্রমে সম্ভাব্য সকল কাজই ইআরপির আওতায় আসবে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: