মুন্সিগঞ্জে যুক্ত হলো কদম ও কুঞ্জলতা

কায়সার সামির (মুন্সিগঞ্জ):
উদ্বোধনের মধ্য দিয়ে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যুক্ত হলো আরো দুটি ফেরি "কদম ও কুঞ্জলতা"। এর মধ্যে মুন্সিগঞ্জ শিমুলিয়া ও মাদারীপুর বাংলাবাজার নৌরুটে ফেরির সংখ্যা দাঁড়িয়েছে ১৭টি। এগুলোর মধ্যে চারটি রো রো, ছয়টি ডাম্ব, ছয়টি মিডিয়াম ও একটি ছোট ফেরি। বৃহস্পতিবার বিকেল সাড়ে টার দিকে এ ফেরি দুটি উদ্বোধন করে প্রধান অতিথি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
২০১৯ সালের জানুয়ারিতে এই দুটি মিডিয়াম ফেরি নির্মাণ শুরু হয়। এগুলো নির্মাণ করেন হাইস্পীড শিপবিল্ডিং এন্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। প্রত্যেকটির ব্যায় হয়েছে ১০ কোটি ৭১ লক্ষ ২১ হাজার ৬০০ টাকা। প্রতিটি ফেরির দৈর্ঘ্য ৪২.৭০ মিটার ও প্রস্থ ১২.২০ মিটার। এর সার্ভিস স্পীড ঘন্টায় ১০ নটিকেল মাইল। প্রতিটি ফেরিতে ১২টি ২৫ টনের ট্রাক ও ১০০ জন যাত্রী বহন করতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আজকের এটি তার স্বাক্ষর। যা কিছু অর্জন তার কৃতিত্ব জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কদম ও কুঞ্জলতা উদ্বোধনের মাধ্যম ২১ জেলার যোগাযোগ ব্যাবস্থা আরো উন্নত হয়েছে। দেশ সাফল্যের সব চেয়ে বড় সাক্ষর পদ্মা সেতু। এটি সম্পন্ন হলে দক্ষিণবঙ্গের মানুষের জীবনযাত্রার মন আরো বেশি উন্নত হবে। তিনি আরো বলেন করোনাকালে সকলে সচেতন থাকি। সব কিছু স্বাভাবিক হলে দেশের উন্নয়ন সকলে এক সাথে উপভোগ করব।
(বিআইডব্লিউটিসি) অতিরিক্ত সচিব সৈয়দ মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি (বিআইডব্লিউটিসি) সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, (বিআইডব্লিউটিসি), চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রসাশন) সুমন দেব উপস্থিত ছিলেন।