South east bank ad

সিনোফার্মের ৬ কোটি টিকা পেলে শিল্পকারখানার শ্রমিকসহ তাদের পরিবারের সদস্যদের দ্রুত টিকা দেয়া হবে – মন্ত্রীপরিষদ সচিব

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২১, ১১:৩৮ অপরাহ্ন   |   মন্ত্রী

সিনোফার্মের ৬ কোটি টিকা পেলে শিল্পকারখানার শ্রমিকসহ তাদের পরিবারের সদস্যদের দ্রুত টিকা দেয়া হবে – মন্ত্রীপরিষদ সচিব

আজ সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সিনোফার্ম থেকে ৬ কোটি টিকা পেলে শিল্পকারখানার শ্রমিকসহ তাদের পরিবারের সদস্যদের দ্রুত টিকা দেয়া হবে।

এর আগে শিল্প কারখানার শ্রমিকদের দ্রুত টিকা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিব জানান, দুই ডোজ টিকার মধ্যে বিরতি কমিয়ে ১৫ দিন করা যায় কিনা তা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তবে এটা টেকনিকাল কমিটি সিদ্ধান্তে নেবে বলে জানান তিনি।

BBS cable ad