South east bank ad

শ্রম অধিদপ্তরের সেবা সহজীকরণ করতে অনলাইন ডাটাবেইজ উদ্বোধন

 প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ০১:৫৪ অপরাহ্ন   |   মন্ত্রী

শ্রম অধিদপ্তরের সেবা সহজীকরণ করতে অনলাইন ডাটাবেইজ উদ্বোধন
শ্রম অধিদপ্তরের সেবা সহজীকরণ, সেবা প্রদানে স্বচ্ছতা আনায়ন এবং ট্রেড ইউনিয়ন সম্পর্কিত যাবতীয় তথ্য সাধারণ মানুষের কাছে সহজে প্রাপ্তিযোগ্য করতে অনলাইন ডাটাবেইজ উদ্বোধন করা হয়েছে।

আজ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান রাজধানীর বিজয় স্মরণীতে শ্রম ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এ ডাটাবেইজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ এর সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম শামসুন্নাহার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো নাসির উদ্দীন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল¬াহ চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়াসহ আইএলও এর প্রতিনিধি, বিজিএমইএ শ্রমিক কর্মচারী ইউনিয়ন -স্কপ নেতৃবৃন্দ বক্তৃতা করেন। 

বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ট্রেড ইউনিয়ন সম্পর্কিত পাবলিকলি এক্সেসেবল ডাটাবেইজ উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার  নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সফলতার আরো একটি পালক যুক্ত হলো। এই ডাটাবেইজকে  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনের উপহার হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এটি শ্রম অধিদপ্তরের একটি উদ্ভাবনী উদ্যোগ। এই ডাটাবেইজে দেশব্যাপি  শ্রম অধিদপ্তর কর্তৃক  নিবন্ধিত সকল ট্রেড ইউনিয়ন, প্রত্যাখ্যাত ও নথিজাতকৃত ট্রেড ইউনিয়নের তথ্যসমূহ, ট্রেড ইউনিয়ন সংক্রান্ত মামলার তথ্য, অসৎ শ্রম আচরণ ও সালিশী সংক্রান্ত তথ্য,  ফেডারেশন, সিবিএ নির্বাচন ও অংশগ্রহণকারী কমিটির হালনাগাদ তথ্যাদি সংরক্ষিত থাকবে। 

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মন্রণালয়ের সচিব মো.এহছানে এলাহী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ শ্রম বিধিমালা,২০১৫ এর সংশোধনী  শেষ করা হবে।
অনুষ্ঠানে জানানো হয় একজন ব্যবহারকারী শ্রম অধিদপ্তরের এই ওয়েবসাইট ব্যবহার করে ডাটাবেইজ থেকে হালনাগাদকৃত সকল ধরনের তথ্য দেখতে ও রিপোর্ট প্রিন্ট করতে পারেন। ‘পাবলিকলি এক্সেসিবল ডাটাবেজটি’ সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে এবং যে কেউ এখানকার তথ্য বিভিন্ন প্রয়োজনে যেমন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে,  গবেষণামূলক কাজে, দেশের শ্রম পরিবেশ সম্পর্কে ধারণা নিতে ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন।  উল্লেখ্য, সফটওয়্যারটি বাংলা এবং ইংরেজি দুইটি সংস্করণেই করা হয়েছে।

অনুষ্ঠানে অধিদপ্তরের বার্ষিক কার্যাবলীর প্রতিবেদন লেবার জার্ণাল (ভলিউম-৩৬)-এর মোড়ক উন্মোচন, প্রণীত শ্রম আইন ও বিধির সংশোধনীর খসড়া প্রস্তাব হস্তান্তÍর এবং শ্রম অধিদপ্তরের ডিজিটাল ডিসপ্লে¬ বোর্ড চালু সংশি¬ষ্ট কাযক্রম উদ্বোধন করা হয়।

‘বাংলাদেশ লেবার জার্নাল’ শ্রম অধিদপ্তরের সার্বিক কর্মকান্ডের তথ্যভিত্তিক বিবরণ সম্বলিত বার্ষিক প্রকাশনা। মালিক-শ্রমিকের সম্প্রীতি স্থাপনের মাধ্যমে শিল্পোৎপাদন নির্বিঘœ করতে এবং মালিক-শ্রমিক অধিকার সুরক্ষিত করতে শ্রম অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ দপ্তর যে সকল কাজ করে তার সংক্ষিপ্ত বিবরণ ও পরিসংখ্যান এ জার্নালে প্রকাশিত হয়। বছর ভিত্তিক এ দপ্তরের সামগ্রিক কার্যক্রম একনজরে দেখার প্রধান মাধ্যম হলো এই লেবার জার্নাল যা প্রতি বছর প্রকাশিত হয়ে থাকে। দেশের শ্রম ক্ষেত্রে সরকারের গৃহীত ও বাস্তবায়িত এ সকল উন্নয়নমূলক কাযক্রম জনসাধারণকে অবহিত করতে শ্রম ভবনের পূর্বপাশে স্থাপন করা হয়েছে সুবিশাল ডিজিটাল ডিসপে¬ বোর্ড। এর মাধ্যমে দিন রাত বঙ্গবন্ধুর শ্রম দর্শন, শ্রমিকদের সমাবেশে বঙ্গবন্ধুর ভাষণ, শ্রমিক কল্যাণে সরকারের উন্নয়নমূলক কাযক্রম, শ্রম অধিদপ্তরসহ শ্রম মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রদেয় সেবাগুলোর তথ্যাদি সম্পর্কে প্রতিদিন জনসাধারণ অবগত হবেন।

সূত্র: বাসস
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: