বাংলাদেশ বিশ্বের কাছে মডেল: তথ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মানুষের মাথাপিছু আয় আর ক্রয় ক্ষমতা বৃদ্ধিই যার বড় প্রমাণ।
নতুন খবর হচ্ছে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশ আবারও নিজের ঠিকানায় স্বমহিমায় ফিরে এসেছে। মুক্তিযদ্ধের চেতনায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে মডেল।
শনিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অভিনয় শিল্পী সংঘের সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পীদের জন্য কল্যাণট্রাস্ট করেছেন, সেখানে টেলিভিশন শিল্পীদেরও অর্ন্তভুক্ত করা হয়েছে। আমরা চাই আমাদের অভিনয় শিল্পীরা বিশ্ব মানের হবে, আমাদের পারতেই হবে। আমরা চাই আমাদের অভিনয় শিল্পীরা তাদের অভিনয়ের মাধ্যমে অস্কারসহ বিশ্ব অঙ্গনে তাদের অবস্থান তৈরি করবে।
‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাইয়ের অভিনয়ের স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, একজন অভিনয় শিল্পীর অভিনয় মানুষের মনে কতটা দাগ কেটেছে, তার প্রমাণ বাকের ভাই চরিত্র। মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র বিনির্মাণে আমাদের অভিনয় শিল্পীদের অনেক বড় ভূমিকা রয়েছে। সবাই যার যার কাজ সঠিকভাবে সম্পন্ন করলে আমাদের আর পেছনে ফিরে যেতে হবে না।