South east bank ad

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর মানোন্নয়ন নিয়ে ভাবছি: পরিকল্পনামন্ত্রী

 প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০৬:১০ অপরাহ্ন   |   মন্ত্রী

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর মানোন্নয়ন নিয়ে ভাবছি: পরিকল্পনামন্ত্রী
বিডিএফএন লাইভ.কম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, খাদ্যে এরইমধ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। যার অবদান কৃষি বিজ্ঞানী ও কৃষক ভাইদের। 

আগে আমরা শুধু পেট ভরে ভাত খাওয়া নিয়েই ভেবেছি। 

তবে এখন খাদ্য নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর এবার খাদ্যের মানোন্নয়ন নিয়ে ভাবছি। খাদ্যের গুণগত মান বাড়ানোর চেষ্টা চলছে। 

গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী তরুণ কৃষিবিদদের জ্ঞান-বিজ্ঞান ও গবেষণায় অধিকতর মনযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমরা জাগো, উঠো, বেরিয়ে পড়ো।’

এরআগে সকাল সাড়ে ৯টায় ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীণ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়।

অতিথিদের আসন গ্রহণের পর সকাল এগারোটা দশ মিনিটে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রীর পর বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

তিনি বলেন, স্কুল কলেজের তুলনায় বিশ্ববিদ্যালয়ে চার ভাগের একভাগ পরিশ্রম করতে পারলে তোমরা অনেক ভালো করবা। 

কারণ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বাস্তবতা নির্ভর। আমার প্রত্যাশা দেশের কৃষির উন্নয়নে তোমরা একদিন ভূমিকা রাখবা।

এছাড়াও বক্তব্য রাখেন- প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী প্রফেসর ড. তরিকুল ইসলাম, রেজিস্ট্রার, মো. বদরুল ইসলাম শোয়েব, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. এমএম মাহবুব আলম, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: