South east bank ad

অসাধু মানুষরা রাজ‌নৈ‌তিকভা‌বে ধর্ম‌কে বিভাজন ক‌রে

 প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০৭:৩১ অপরাহ্ন   |   মন্ত্রী

অসাধু মানুষরা রাজ‌নৈ‌তিকভা‌বে ধর্ম‌কে বিভাজন ক‌রে
বিডিএফএন লাইভ.কম

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দে‌শে ধর্মীয় কোনো বি‌বেধ নেই। কিছু অসাধু মানুষ আছে রাজ‌নৈ‌তিকভা‌বে ধর্ম‌কে বিভাজন ক‌রে।‌

গতকাল শ‌নিবার (১৯ মার্চ) সকা‌লে লাকসাম চাঁনগাঁও কোয়াঁর ইন্দ্রধাম বৌদ্ধ বিহারে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিএন‌পি যখন ক্ষমতায় সা‌রের জন্য কৃষকরা আন্দোলন ক‌রে‌ছে। ১৭ জন কৃষক‌কে হত্যা করা হ‌য়ে‌ছি‌ল। বর্তমান সরকা‌রের আম‌লে দে‌শে কৃ‌ষিসহ সাম‌গ্রিকভা‌বে উন্নয়ন হয়ে‌ছে। আর এ অভূত উন্নয়ন‌কে বাধা দেওয়ার জন্য বি‌ভিন্নভা‌বে ষড়যন্ত্র করা হ‌চ্ছে।

সদ্য ২১‌শে পদকপ্রাপ্ত বাংলা‌দেশি বৌদ্ধ‌দের স‌র্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহা‌থের সভাপতি‌ত্বে অনু‌ষ্ঠিত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠা‌নে বি‌শেষ অতিথির বক্তব্য রা‌খেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সি‌নিয়র স‌চিব হেলালুদ্দীন আহ‌মেদ, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পু‌লিশ সুপার ফারুক আহ‌মেদ, লাকসাম উপ‌জেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়াসহ স্থানীয় নেতারা।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: