খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। যুক্তরাজ্য থেকে আসা মেডিক্যাল টিমের চিকিৎসকরা তাঁদের কাজ শুরু করেছেন। গতকাল বুধবার রাতে চীন থেকে এসেছে আরো একটি মেডিক্যাল টিম। গত রাতে দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড বৈঠক করেছে।
খালেদা জিয়ার খোঁজ নিতে গতকাল বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টা ৭ মিনিটে প্রধান উপদেষ্টার গাড়িবহর হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাঁকে নিয়ে চতুর্থ তলায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যান।
সেখানে বিশেষ ব্যবস্থায় মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শয্যার পাশে কিছুক্ষণ অবস্থান করেন প্রধান উপদেষ্টা। তাঁর সুস্থতা কামনায় তিনি দোয়া করেন। পরে তাঁর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন ডা. জাফর ইকবাল।


