অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

গতকাল বুধবার ২৫ আগস্ট অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিসভা কমিটির সভা গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়। সভায় মোট ৮টি এজেন্ডা ছিল।
গতকাল বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৪তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৯তম সভা অনুষ্ঠিত হয়।
Economic Affairs-কমিটির অনুমোদনের জন্য ২টি এবং Purchase-কমিটির অনুমোদনের জন্য ৬টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। Purchase -এর প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ২টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১টি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ১টি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল। Purchase-কমিটির অনুমোদিত ৬টি প্রস্তাবে মোট টাকার পরিমাণ ১ হাজার ৫২ কোটি ২০ লক্ষ ৭৪ হাজার ৭০৯ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে ৮১৭ কোটি ১০ লক্ষ ৮৩ হাজার ৪৫৯ টাকা এবং দেশিয় ব্যাংক হতে ঋণ ২৩৫ কোটি ৯ লক্ষ ৯১ হাজার ২৫০ টাকা।
অনুমোদিত প্রস্তাবগুলো:
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত প্রস্তাবগুলো হলো:
প্রস্তাবনা: ১
বিদ্যুৎ বিভাগের অধীন পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী এলাকায় নির্মাণাধীন SS Power Ltd I বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার ইভাকুয়েশনের জন্য “Matarbari-Banshkhali-Madunaghat 400kV Transmission Line” প্রকল্পটি পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের সিদ্ধান্ত বাতিলের নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাবনা: ২
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক তিন পার্বত্য জেলার জন্য ১০০ ওয়াট পিক ক্ষমতা সম্পন্ন ৪০ হাজার সোলার হোম সিস্টেম ও ৩২০ ওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ২ হাজার ৫০০ সোলার কমিউনিটি সিস্টেম সরাসরি ক্রয় পদ্ধতিতে (DPM) পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুর্গম এলাকায় কাজ করার সক্ষমতা এবং অভিজ্ঞতা রয়েছে এরূপ প্রতিষ্ঠানের নিকট হতে ক্রয়ের প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত প্রস্তাবগুলো হলো:
প্রস্তাবনা: ১
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৩ পার্বত্য জেলার জন্য ১০০ ওয়াট পিক ক্ষমতা সম্পন্ন ৪০ হাজার সোলার হোম সিস্টেম ও ৩২০ ওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ২ হাজার ৫০০ সোলার কমিউনিটি সিস্টেম ‘বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড’- এর নিকট থেকে ২০৪ কোটি ৩৩ লক্ষ ২৫ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রস্তাবনা: ২
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ২০২২ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ৮ম ও ৯ম শ্রেণি, এসএসসি ভোকেশনাল, ইবতেদায়ি (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি), দাখিল (৮ম ও ৯ম শ্রেণি) শ্রেণি এবং দাখিল ভোকেশনাল স্তরের ১ কোটি ৬৮ লক্ষ ৩০ হাজার ৯৭১ কপি বই ৬টি দরদাতা প্রতিষ্ঠানের নিকট থেকে ৫৯ কোটি ৩৬ লক্ষ ৮১ হাজার ৮৪৪ টাকায় মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
প্রস্তাবনা: ৩
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নাধীন “রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীন সিটি আবাসিক কমপ্লেক্স-এ ১২৫০ বর্গফুটের ১টি ২০ তলা ভবন এবং ১টি ১৬ তলা ভবনে ১৯৬টি ইউনিটের পর্দা সরবরাহ এবং স্থাপন কাজ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪ কোটি ৬৭ লক্ষ ৫৯ হাজার ৫৪৫ টাকা।
প্রস্তাবনা: ৪
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক Muntajat, কাতার থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ২য় লটে ৩০ হাজার মে.টন (১০%+) বাল্ক প্রিল্ড ইউরিয়া সার ১১৭ কোটি ৬৫ লক্ষ ৬৫ হাজার ৯৯৫ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
প্রস্তাবনা: ৫
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক Saudi Basic Industries Corporation (SABIC), সৌদি আরব থেকে ৩য় লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১১৭ কোটি ৪৪ লক্ষ ২৫ হাজার ২৫৫ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রস্তাবনা: ৬
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর, ২০২১ সময়ে মাঠ পর্যায়ে জনশুমারির তথ্য সংগ্রহের নিমিত্ত জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় Tablet for CAPI for Main Census প্যাকেজে ৩ লক্ষ ৯৫ হাজার ট্যাবলেট Fair Electronics Limited -এর নিকট থেকে ৫৪৮ কোটি ৭৩ লক্ষ ১৭ হাজার ৭০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।