South east bank ad

সরকার ৯০ হাজার মেট্রিক টন সার ও ৫০ হাজার মেট্রিক টন গম কিনবে

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ০১:৩১ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

সরকার ৯০ হাজার মেট্রিক টন সার ও ৫০ হাজার মেট্রিক টন গম কিনবে

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার মোট ৯০ হাজার মেট্রিক টন সার ও ৫০ হাজার মে. টন গম ক্রয়ের পৃথক প্রস্তাব গতকাল অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৩০তম বৈঠকে গতকাল এই অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, সভায় মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)-এর নতুন সদস্য হিসেবে বাংলাদেশের সাবস্ক্রিপশন ফি এবং ব্যাংকে দেশের সম্ভাব্য শেয়ার সম্পর্কে, সাংবাদিকরা জানতে চাইলে কামাল জানান, তিনি পরবর্তী বৈঠকে বিষয়টি জানাবেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এই সপ্তাহের শুরুতে উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠিত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের (আইএসডিবি গ্রুপ) ২০২১ সালের বার্ষিক সভায় তার প্রতিনিধিত্ব করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন ভার্চুয়ালি ব্রিফিংয়ে যুক্ত হয়ে বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ১১৫.১৬ কোটি টাকার  প্রায় ৩০ হাজার  মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড  থেকে ক্রয় করবে।  এখানে প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের দাম হবে ৪৫০.৮৩ ইউএস ডলার।

তিনি বলেন, বিসিআইসি কাতারের মুনতাজাত থেকে ১১১.৭২ কোটি টাকার  আরও ৩০ হাজার মেট্রিক টন  ব্যাগযুক্ত দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে। যেখানে প্রতি মেট্রিক টন সারের দাম হবে ৪৩৬.৮৩ ইউএস ডলার।

এছাড়া, বিসিআইসি সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (এসএবিআইসি) থেকে প্রায় ১০৮.৯১ কোটি টাকা  মূল্যের আরও ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার  ক্রয় করবে। এখানে প্রতি  মেট্রিক টন  সারের দাম  হবে ৪২৫.৮৩ ইউএস ডলার।

BBS cable ad