South east bank ad

মুক্তিযোদ্ধারা প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন

 প্রকাশ: ০৩ জুন ২০২১, ১১:২৪ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

মুক্তিযোদ্ধারা প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন
এখন থেকে বীর মুক্তিযোদ্ধারা প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। প্রস্তাবিত বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতার পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  আগে বীর মুক্তিযোদ্ধারা মাসিক ১২ হাজার টাকা ভাতা পেতেন। ২০২১-২২ অর্থবছরে মাসিক ভাতা ১২ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় উন্নীত করার ঘোষণা দেন অর্থমন্ত্রী। এতে বরাদ্দ বাড়বে এক হাজার ৯২০ কোটি টাকা।

দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের ৫০তম বাজেট এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি তৃতীয় বাজেট।
এবারের বাজেটের আকার ধরা হয়েছে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা, যা মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। এবারে বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে।
BBS cable ad