বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আলোচনা

বিডিএফএন লাইভ.কম
গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিপিসি ও পেট্রোবাংলা’র চেয়ারম্যানসহ কয়েকজন কর্মকর্তা আলোচনায় অংশ নেন।