South east bank ad

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) লক্ষ্য অর্জনে দ্বিতীয় স্থানে বিদ্যুৎ বিভাগ

 প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১০:৫৯ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) লক্ষ্য অর্জনে দ্বিতীয় স্থানে বিদ্যুৎ বিভাগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক পারফরম্যান্স চুক্তি বাস্তবায়নে দ্বিতীয় স্থান অর্জনের জন্য বিদ্যুৎ বিভাগকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেছেন

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন এবং পরে তা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের হাতে তুলে দেন।

নসরুল হামিদ দ্বিতীয় স্থান মন্ত্রণালয়ের জন্য সন্তোষজনক নয় উল্লেখ করে বলেন, ‘আমাদের ভবিষ্যতে প্রথম স্থান জিততে হবে। দলগত প্রচেষ্টা আরও সমন্বিত এবং গতিশীল করা উচিত।’
BBS cable ad