শিক্ষার্থীর মৃত্যু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রুদ্র সেনের মৃত্যুর ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ৭৬ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম বাদী হয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য রনজিত সরকার, সাবেক উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাদেক দস্তগীর কাউসার, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, আফতাব হোসেন খান, মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সভাপতি নাজমুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদসহ অনেকেই।
মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন হত্যাসহ ছাত্রদের আন্দোলনে দমনপীড়নের সঙ্গে আসামিরা প্রত্যক্ষভাবে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
মামলার বাদী হাফিজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশ-ছাত্রলীগের হামলা ও দমনপীড়নের আইনি বিচার চাই আমরা। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সুষ্ঠু বিচারের দাবিতে মামলা করা হয়েছে।