South east bank ad

২১ দিনে ২১৬ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৯২

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন   |   পুলিশ

২১ দিনে ২১৬ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৯২

যৌথ বাহিনীর চলমান অভিযানে সারাদেশে গত ২১ দিনে ২১৬টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- রিভলভার ১১টি, পিস্তল ৬২টি, রাইফেল ১৩টি, শটগান ২৮টি, পাইপগান ছয়টি, শুটারগান ২৩টি, এলজি ২০টি, বন্দুক ৩১টি, একে-৪৭ একটি, গ্যাসগান দুইটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান চারটি, টিয়ার গ্যাস লঞ্চার দুইটি, এসএমজি পাঁচটি, এসবিবিএল পাঁচটি এবং থ্রি-কোয়ার্টার দুইটি।
 
যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‌্যাব।

উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে যৌথ বাহিনী অভিযান শুরু করে।

BBS cable ad