South east bank ad

জালালাবাদ ক্যান্টনমেন্টে "কাস্টোমাইজড এক্সারসাইজ" প্রশিক্ষনে অংশ নিলেন এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা

 প্রকাশ: ২৭ জুন ২০২১, ০২:০৪ অপরাহ্ন   |   পুলিশ

জালালাবাদ ক্যান্টনমেন্টে "কাস্টোমাইজড এক্সারসাইজ"  প্রশিক্ষনে অংশ নিলেন এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা
 বাংলাদেশেকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করার জন্য অঙ্গীকারবদ্ধ এন্টি টেররিজম ইউনিট। সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক ক্রমোন্নতি অক্ষুণ্ণ রাখার জন্য এন্টি টেররিজম ইউনিট সদস্যদের ইউনিটের অভ্যন্তরে ও দেশে- বিদেশে নিয়মিত প্রশিক্ষণে অংশ গ্রহলের সুযোগ দেয়া হয়। প্রস্তুতির ধারাবাহিকতায় সাম্প্রতিক সংযুক্তি - বাংলাদেশ সেনাবাহিনীর জালালাবাদ ক্যান্টনমেন্ট, সিলেটে বিখ্যাত প্যারা কমান্ডো ব্রিগেডে অনুষ্ঠিত "কাস্টোমাইজড এক্সারসাইজ" প্রশিক্ষণ। এটিইউ সোয়াট এর ২৪ জন সদস্য ১৯ জুন থেকে ২৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন করে।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্যারা-কমান্ডো ব্রিগেড কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো: মুহসীন আলম, এনডিসি, পিএসসি ও এন্টি টেররিজম ইউনিটের পক্ষ থেকে পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন, বিপিএম- সেবা, পিপিএম (বার) শুভেচ্ছা স্মারক বিনিময় করেন ও প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।
বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এটিইউ'র নিয়মিত প্রশিক্ষণ কোলাবোরেশান সদস্যদের আত্মবিশ্বাস, কর্ম উদ্দীপনা ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
BBS cable ad