South east bank ad

হলি আর্টিজান হামলায় নিহতের প্রতি পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শ্রদ্ধা

 প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৯:১৮ অপরাহ্ন   |   পুলিশ

হলি আর্টিজান হামলায় নিহতের প্রতি পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শ্রদ্ধা
রাজধানীর গুলশানের হলি আর্টিজান হামলায় নিহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।
বৃহস্পতিবার গুলশান থানার সামনে স্থাপিত ভাস্কর্য “দীপ্ত শপথ” এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের  সভাপতি মোঃ মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম(বার) ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান পিপিএম(বার)। এ সময় পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন তাঁরা।
২০১৬ সালের ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২ কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ জন নিরীহ নাগরিক নিহত হন। এই সন্ত্রাসী হামলা প্রতিহত করতে গিয়ে অকালে আত্মত্যাগ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই নির্ভীক কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রবিউল করিম ও বনানী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন খান।
BBS cable ad