South east bank ad

চলন্ত ট্রেনে পাথর নিপেক্ষ রোধে বিট পুলিশিং কার্যক্রম

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ০২:৩০ পূর্বাহ্ন   |   পুলিশ

চলন্ত ট্রেনে পাথর নিপেক্ষ রোধে বিট পুলিশিং কার্যক্রম
১১ই অক্টোবর, ২০২১ইং, সোমবার।
আজ মোহাম্মদ হাছান চৌধুরী, পুলিশ সুপার, রেলওয়ে জেলা, চট্টগ্রাম মহোদয়ের নির্দেশনায় জনাব মোহাম্মদ ইব্রাহিম, সহকারি পুলিশ সুপার(সদর) রেলওয়ে জেলা, চট্টগ্রাম এর সভাপতিত্বে কুমিরা রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, আরএনবি, রেলওয়ে কর্মকর্তা/কর্মচারী, স্থানীয় স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, মোতায়াল্লীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ওসি, চট্টগ্রাম রেলওয়ে থানাসহ রেলওয়ে পুলিশের  সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় তিনি রেলওয়ে স্টেশন এবং রেললাইনের আশে পাশে লোকজনদের ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ এবং উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন এবং এ সকল কর্মকান্ডের কুফল সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে এলাকার স্থানীয় ছোট ছোট ছেলে মেয়েদের এবং স্কুল ও মাদ্রাসা পড়ূয়া বাচ্চাদের পাথর নিক্ষেপের কূফল সংক্রান্তে ধারণ দেওয়া হয়। রেলওয়ে আইনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি অপরাধ এবং পাথর নিক্ষেপের শাস্তি সম্পর্কে সকলকে অবহিত করেন।
ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সকলের সহযোগিতা চেয়ে কারো নিকট কোন গোপন সংবাদ থাকলে তা রেলওয়ে পুলিশকে অবহিত করার জন্য উপস্থিত সকলের নিকট অনুরোধ করলে সকলেই রেলওয়ে পুলিশকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন মর্মে জানান।
BBS cable ad