South east bank ad

হবিগঞ্জের আইজিপি কাবাডি কাপে মাধবপুর থানা

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ১২:৫১ পূর্বাহ্ন   |   পুলিশ

হবিগঞ্জের আইজিপি কাবাডি কাপে মাধবপুর থানা
বিডিএফএন লাইভডটকম

আইজিপি কাপ যুব কাবাডি (অনুর্ধ১৯) ২০২১এ হবিগঞ্জের মাধবপুর থানার কাবাডি দল অংশগ্রহণ। শনিবার (০৬ নভেম্বর) সকালে জেলা সদরে জালাল স্টেডিয়ামে শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন। 

মাধবপুর উপজলা বনাম হবিগঞ্জ সদর দিয়ে উদ্বোধন খেলা শুরু হয়। আইজিপি কাপ যুব কাবাডি ২০২১ এ ৮ টি দল ২ টি গ্রুপে অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মাহমুদুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। 

উদ্বোধন শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে পরিচিত হন। তিনি বলেন, জাতীয় খেলা হিসেবে কাবাডি খেলা গ্রামগঞ্জের একটি ঐতিহ্যবাহী খেলা।  তিনি আরো বলেন খেলাধূলা থাকলে দাঙ্গা-হাঙ্গামা হবে না। যুবকরা মাদক সেবন করবে না। শরীর স্বাস্থ্য ভাল থাকবে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় হবিগঞ্জ সদর উপজেলা বনাম মাধবপুর উপজেলা। উক্ত খেলায় হবিগঞ্জ সদর উপজেলা জয়ী হয়।
BBS cable ad