South east bank ad

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রেলওয়ে জেলা পুলিশ চট্টগ্রামের শ্রদ্ধা নিবেদন

 প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ০২:৩৬ পূর্বাহ্ন   |   পুলিশ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রেলওয়ে জেলা পুলিশ চট্টগ্রামের শ্রদ্ধা নিবেদন
বিডিএফএন লাইভ.কম

১৭মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে রেলওয়ে জেলা পুলিশ, চট্টগ্রামের পক্ষ হতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

পরবর্তীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে রেলওয়ে জেলা পুলিশ, চট্টগ্রামের পক্ষ হতে পুলিশ লাইন্স, রেলওয়ে জেলা, চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এরপর স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে রেলওয়ে জেলা পুলিশ, চট্টগ্রাম কর্তৃক শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে প্রতিযোগি শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। 

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে রেলওয়ে জেলা পুলিশ, চট্টগ্রামের পক্ষ হতে রেলওয়ে পুলিশ লাইন্স, চট্টগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

এছাড়াও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহন করেন চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ চট্টগ্রাম রেলওয়ে পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ।
BBS cable ad