South east bank ad

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

 প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০৭:৩৩ অপরাহ্ন   |   পুলিশ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০
বিডিএফএন লাইভ.কম

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার (১৯ মার্চ) ভোর ছয়টা থেকে আজ রোববার (২০ মার্চ) ভোর ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জাগো নিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারদের কাছ থেকে ১১ হাজার ২১ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ২৯ কেজি ৬৮০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা ও ৪ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
BBS cable ad