South east bank ad

ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

 প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ১১:৫৫ অপরাহ্ন   |   পুলিশ

ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
শামীম আলম, (জামালপুর): 

জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (২৩ মার্চ) রাতে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামে এই ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।  

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, বুধবার রাতে দারুত তাহফিজ এনামুল খান হিফজুল কোরআন মাদরাসার নুরানী শাখার ১০ বছর বয়সী এক ছাত্রকে ডেকে নিয়ে সারা শরীর ম্যাসাজ করান ওই মাদ্রাসার সহকারি শিক্ষক ছামছুল হক সাজু। 

এর এক পর্যায়ে ওই ছাত্রকে বলৎকারের চেষ্টা করে সাজু, ছাত্রের ডাক চিৎকারে অন্য ছাত্ররা এগিয়ে আসলে ঘটনাটি কাউকে না বলার জন্য ছাত্রদের ভয় দেখান। 

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে ওই শিশুর বড় ভাই মাদ্রাসায় খাবার দিতে গেলে বিষয়টি তাকে জানায় নির্যাতনের শিকার ওই ছাত্র। 

ওসি আরো জানান, বলৎকারের ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ায় সহকারী শিক্ষক সাজু পলানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে। পরে পুলিশে খবর দিলে তাকে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটককৃতকে আদালতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত শিক্ষক হাফেজ ছামছুল হক সাজু মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বানীপাকুড়িয়া গ্রামের আমীর হামজার ছেলে। সে গত ৪ মাস আগে দারুত তাহফিজ এনামুল খান হিফজুল কোরআন মাদরাসায় সহকারী শিক্ষক পদে চাকুরী নেয়।
BBS cable ad