ডিআইজি মফিজ উদ্দিনের নবীগঞ্জ থানা পরিদর্শন

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):
সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম নবীগঞ্জ থানা দ্বি বার্ষিক পরিদর্শন করেন।
গতকাল রোববার (২৭ মার্চ) দুপুরে দ্বি-বার্ষিক পরিদর্শন উপলক্ষে জেলায় আগমন করলে ফুল দিয়ে বরণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
পরে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে “গার্ড অব অনার” প্রদান করে নবীগঞ্জ থানা পুলিশের চৌকস দল। এ সময় তিনি গার্ড পরিদর্শন করেন এবং কর্মরত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ।
পরে দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন মামলার ডকেট পর্যালোচনা করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি ও সহকারী পুলিশ সুপার নুর উদ্দিন সুম