South east bank ad

বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

 প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ১২:৪৫ অপরাহ্ন   |   প্রধানমন্ত্রী

বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
বিডিএফএন লাইভ.কম

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেদেশের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভিনন্দন বার্তায় তারা প্রত্যাশা করেন, টেস্টেও ক্রিকেট দল জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে।

গতকাল বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে বাংলাদেশ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে। এর মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল লাল সবুজের প্রতিনিধিরা। 

বাংলাদেশ দলকে আরও অভিনন্দন জানিয়েছেন আইসিসির সাবেক সভাপ‌তি ও অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
BBS cable ad

প্রধানমন্ত্রী এর আরও খবর: