সুষ্ঠু নির্বাচনের জন্য অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত র্যাব : ডিজি

আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হবে বা নির্বাচন কমিশনার যে দায়িত্ব দেবেন সে অনুযায়ী দায়িত্ব পালনে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।
তিনি বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ, পরিস্থিতি দরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার সেটি করতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হবে র্যাব।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর কাওরান বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এক প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন, সামনের নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হবে বা নির্বাচন কমিশনার আমাদেরকে যে দায়িত্ব দেবেন সে দায়িত্ব পালন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।
তিনি বলেন, আপনারা ৫ আগস্টের পরে এ পর্যন্ত দেখেছেন র্যাব কীভাবে কাজ করছে। আমরা দেশে যেকোনো বড় ধরনের ক্রাইম সংঘটিত হলে তাৎক্ষণিক সেখানে যাই এবং কাজ করি। মিটফোর্ডের যে মার্ডারটা হলো তার বেশ কয়েকটা আসামি আমরা গ্রেপ্তার করেছি।
নির্বাচনের আগে লুণ্ঠিত অস্ত্রের যতটুকু বাকি আছে তা উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিটা ঘণ্টায় আমরা এই মুহূর্তে ব্যস্ত আছি, কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখব, কীভাবে অপরাধ দমন করব, সাধারণ মানুষ একটু স্বস্তিতে যাতে চলাফেরা করতে পারে।