বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করলো ঢাকা রেঞ্জ ও ঢাকা জেলা পুলিশ

আজ মঙ্গলবার ৮ জুন ২০২১ইং তারিখ সকাল ১১টায় ঢাকা রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি ও ঢাকা জেলা পুলিশ সুপারের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান।
ঢাকা রেঞ্জের পক্ষে ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম-বার ও পিপিএম-বার) ও ঢাকা জেলা পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার (বিপিএম, পিপিএম)-এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২০২২ তে স্বাক্ষর করেনঢাকা রেঞ্জাধীন জেলা সমূহের পুলিশ সুপাররা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।