শিরোনাম

South east bank ad

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

 প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন   |   সচিব

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

সরকার চারটি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। এর মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব পদে পদায়ন করা হয়েছে এবং একজন সচিবকে নতুন দপ্তরে বদলি করা হয়েছে। এ বিষয়ে গতকাল রবিবার (০৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমিকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। 

অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।

চলে গেলেন প্রবীণ সংবাদপত্র এজেন্ট আনোয়ার হোসেনচলে গেলেন প্রবীণ সংবাদপত্র এজেন্ট আনোয়ার হোসেন
বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা সচিব এসএম শাকিল আখতারকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনে গতি আনতে এবং গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর কার্যক্রম জোরদার করার অংশ হিসেবেই এই নিয়োগ ও বদল করা হয়েছে।

 
BBS cable ad