South east bank ad

ফেনীতে শিমুল স্পোর্টস একাডেমীর উদ্বোধন

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ০৫:৪৪ অপরাহ্ন   |   খেলা

ফেনীতে শিমুল স্পোর্টস একাডেমীর উদ্বোধন
ফেনী সদর উপজেলার ধলিয়াতে যাত্রা শুরু করেছে ‘‘শিমুল স্পোর্টস একাডেমী’’ নামের নতুন ক্রীড়া সংগঠন। বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা শিমুলের পৃষ্ঠপোষকতায় নতুন এ ক্রীড়া সংগঠনের যাত্রা শুরু হয়। সম্প্রতি (৩০ সেপ্টেম্বর, ২০২১) ধলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মাস্টার মহিউদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিমুল স্পোর্টস একাডেমীর পৃষ্ঠপোষক এ. কে. এম. সাহিদ রেজা শিমুল, ফেনী সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নতুন নিবন্ধিত খেলোয়াড়বৃন্দ। প্রাথমিকভাবে ৭০ জন খেলোয়াড় ফুটবলের জন্য শিমুল স্পোর্টস একাডেমীতে নিবন্ধন করেছেন। স্থানীয় দুইজন কোচের অধীনে তারা প্রশিক্ষণ নেবেন। ভবিষ্যতে ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়াক্ষেত্রেও বিচরণ করবে শিমুল স্পোর্টস একাডেমী।

BBS cable ad

খেলা এর আরও খবর: