South east bank ad

পেরুকে হারাল আর্জেন্টিনা

 প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ০৬:২৬ অপরাহ্ন   |   খেলা

পেরুকে হারাল আর্জেন্টিনা
আজ শুক্রবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে কাতার বিশ্বকাপ খেলার কাছাকাছি এগিয়ে গেল লিওনেল স্কালোনির দল।

বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচটিতে বল দখলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ৬৮ ভাগ সময় বল দখলে রেখে সাতটি শট নেয় আর্জেন্টিনা, যার মধ্যে মাত্র দুটি ছিল লক্ষ্যে যাওয়ার মতো। বিপরীতে পেরুর পাঁচ শটের তিনটি ছিল অনটার্গেট শট।

পেরুর বিপক্ষে যথারীতি ৪-৩-৩ ছকে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচটি ঘরের মাঠে হলেও অ্যাওয়ে জার্সি পরেন মেসিরা। ম্যাচের প্রথম থেকেই আক্রমণের মাধ্যমে খেলা শুরু করে স্বাগতিকরা। বল দখলেও আধিপত্য দেখায়। কিন্তু জালের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৪৩ মিনিট পর্যন্ত।

বিরতির আগে ডান দিকে গড়া আক্রমণে সতীর্থের বাড়ানো বল ধরে একটু এগিয়ে ক্রস বাড়ান নাউয়েল মোলিনা। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে জোরালো হেডে ঠিকানা খুঁজে নেন মার্টিনেজ।

বিরতির পর সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল পেরু। ৬৫তম মিনিটে পাল্টা আক্রমণে ডিফেন্ডারকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে পড়া জেফারসন ফারফানকে গোলরক্ষক মার্টিনেজ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ওই পেনাল্টির সুবিধা কাজে লাগাতে পারেনি পেরু। পেরুর খেলোয়াড় কাঁপান ইয়োশিমার ইয়োতুনের নেওয়া স্পট কিক ক্রসবারে লেগে বেরিয়ে যায়। ওই হতাশাই শেষ পর্যন্ত পেরুর সঙ্গী হয়।
BBS cable ad

খেলা এর আরও খবর: