ফুলবাড়িয়ায় এডিপি বরাদ্দের সেলাই মেশিন বিতরণ

মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া এডিপি ২০২০-২০২১ অর্থ বৎসরের বরাদ্দ হতে ৩০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বর হতে এসব সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক। এ সময় ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসের সার্ভেয়ার নুরুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক প্রতিনিধি হুমায়ূন কবির প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। ২টি প্রকল্পের ৩লাখ টাকা বরাদ্দে এসব সেলাই ক্রয় করে বিতরণ করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।