তেঁতুলিয়া উপজেলায় ইউনিয়ন পর্যায়ে অক্সিজেন ব্যাংক উদ্বোধন

চলমান পরিস্থিতিতে করোনায় আক্রান্ত রোগীদের জরুরি প্রয়োজনে অক্সিজেন সেবা পৌঁছে দিতে তেঁতুলিয়া উপজেলায় ইউনিয়ন পর্যায়ে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৭টি ইউনিয়নের মাঝে অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার বিতরণ করে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. আবুল কাশেমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
চলমান পরিস্থিতে করোনা রোগীদের জন্য অক্সিজেন গুরুত্বপূর্ণ একটি উপাদান। সময়মতো অক্সিজেন একজন রোগীর যেমন জীবন বাঁচতে পারে, আবার অক্সিজেনের অভাবে একজন রোগীর জীবনহানিও ঘটাতে পারে। সেজন্য প্রতিটি ইউনিয়নের প্রান্তিক পর্যায়ে অক্সিজেন সেবা পৌঁছে দেয়ার লক্ষে প্রতিটি ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে সহজে জনগণের দোর গোড়ায় পাওয়া যাবে এরূপ স্থান হিসেবে কমিউনিটি ক্লিনিক ও ফার্মেসীতে অক্সিজেন সিলিন্ডার সমূহ রাখা হয়েছে।