ফরিদপুরে বাল্যবিয়ে রোধে বর ও কনে উভয়পক্ষকেই এসিল্যান্ডের জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হকের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী (১৪)। গতকাল শুক্রবার ২২ অক্টোবর বিকাল চারটার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের মজিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই কিশোরীর গতকাল শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের আতিয়ার মোল্যার ছেলে সোহেল মোল্যার (২৫) সঙ্গে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বিয়ের প্রস্তুতিকালে কিশোরীর বাড়ি উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। একই সঙ্গে বর ও কনেপক্ষকে জরিমানা করেন।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, বর ও কনে উভয়পক্ষকেই জরিমানা করা হয়েছে। বাল্যবিয়ে রোধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।