পাঁচ মামলায় চিন্ময়ের জামিন না মঞ্জুর

আইনজীবী আলিফ হত্যা মামলাসহ ৫ মামলায় জামিন হয়নি ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম ৫টি মামলায় জামিন নামঞ্জুর করেছেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দিয়েছেন।
চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মো রায়হানুল ওয়াজেদ চৌধুরী কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আসামি পক্ষের থেকে আইনজীবী আলিফ হত্য মামলাসহ ৫ মামলায় জামিন আবেদন করা হয়। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন। আসামি চিন্ময়ের পক্ষে শুনানি করেন ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্ব একটি টিম। চিন্ময়ের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়।
’
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাশকে আদালতে তোলা হয়। এইদিন চিন্ময় সমর্থকরা সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। এছাড়া আদালত এলাকায় ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৫টি মামলা দায়ের করা হয়।
পরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ ভোট ৫টি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয়।
এই ৫ মামলায় চিন্ময়ের জামিন আবেদন করা হয়।