শিরোনাম

South east bank ad

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি যাচাইয়ে ৬ সদস্যের কমিটি

 প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি যাচাইয়ে ৬ সদস্যের কমিটি


বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি দাওয়া যাচাই করতে উভয়পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে ছয় সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রকৌশল পেশায় বিসিএস ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা নিয়ে গঠিত কমিটির সভা শেষে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।  

তিনি বলেন, প্রকৌশলে বিএসসি ডিগ্রিধারীদের তিন দফা ও ডিপ্লোমাধারীদের ৭ দফা দাবি পর্যালোচনা করতে ইনস্টিটিউটের একজন, শিক্ষক একজন ও আন্দোলনকারীদের একজন মোট তিনজন করে ছয় সদস্যের কমিটি করা হয়েছে। দাবিগুলোর মধ্যে ঐকমত্য আনতে তারা কাজ করবেন। তাদের সুপারিশ না আসা পর্যন্ত জনগণের ভোগান্তি করে কোনো আন্দোলন বা কর্মসূচি কেউ দেবেন না। 
 
ফাওজুল কবির খান বলেন, নামের আগে ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখবে বা নামের পরে লিখবে বা কিছুই লিখবে না— এমন তিনটি প্রস্তাব এসেছে বৈঠকে। এগুলো নিয়ে পর্যালোচনা করবে কমিটি। আজ গঠিত কমিটির দেওয়া রিপোর্ট পর্যালোচনা করে সুপারিশ করবে সরকারি কমিটি। আর সবার কর্মসংস্থান বাড়াতে কাজ করবে জনপ্রশাসন সচিব।

তিনি বলেন, আর কতদিন বিদেশিরা এসে এখানে অবকাঠামো নির্মাণ করবেন? ঠিকাদারী প্রতিষ্ঠানে দেশের ডিগ্রিধারীদেরও আনুপাতিক হারে নেওয়ার বিষয়ে সুপারিশ করা হবে। 

উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, সামনে নির্বাচন, তাই সড়কে কোনো কর্মসূচি কেউ দেবে এমনটা আশা করি না।
BBS cable ad