শিরোনাম

South east bank ad

কর্ম কমিশনকে সহায়তার জন্য ৭৫ কর্মকর্তাকে সংযুক্ত করে প্রজ্ঞাপন

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

কর্ম কমিশনকে সহায়তার জন্য ৭৫ কর্মকর্তাকে সংযুক্ত করে প্রজ্ঞাপন

 
আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ)। এ পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) সহায়তা দিতে ৭৫ জন কর্মকর্তাকে সংযুক্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সংযুক্তির বিষয়টি জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, সংযুক্ত কর্মকর্তারা সবাই বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ক্যাডার বহির্ভূত সহকারী সচিব।

উপসচিব মোহাম্মদ বারিউল করিম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংযুক্ত কর্মকর্তাদের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় পিএসসি সচিবালয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হবে। নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেখানে উপস্থিত হয়ে কর্মশালায় অংশগ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
BBS cable ad