শিরোনাম

South east bank ad

বাংলাদেশ বিমান বাহিনীর শোক বার্তা

 প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন   |   বিমানবাহিনী

বাংলাদেশ বিমান বাহিনীর শোক বার্তা


অদ্য ২১ জুলাই ২০২৫, সোমবার আনুমানিক দুপুর ১৩০৬ ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার, ঢাকা থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দূর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে অনাকাঙ্খিত দূর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এই আকস্মিক দূর্ঘটনায় বিমান বাহিনীর বৈমানিক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।

আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছি। সম্মানিত বিমান বাহিনী প্রধান সরকারী সফরে দেশের বাইরে থাকায়, সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন ও বিমান বাহিনীর উদ্ধারকারী দল অদ্যবধি পরিস্থিতি নিয়ন্ত্রনের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

উল্লেখ্য যে, সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ ও র‌্যাব এর সদস্যগণ উদ্ধার কার্যক্রমে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছেন। এই অনাকাঙ্খিত দূর্ঘটনায় আহত সকলকে ইতোমধ্যে বিমান বাহিনীর হেলিকপ্টারসহ অ্যাম্বুলেন্স এর সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং নিকটস্থ হাসপাতালসমূহে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হয়েছে। জরুরী রক্তদানসহ সকল প্রকার সহায়তা প্রদানের নিমিত্তে বিমান বাহিনীর ৫০ সদস্য বিশিষ্ট একটি দল বিভিন্ন হাসপাতালসমূহে নিয়োজিত রয়েছেন এবং অতিরিক্ত ১৫০ জন সদস্য জরুরী সহায়তার জন্য অপেক্ষমান রয়েছেন। ইতোমধ্যে এই দূর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান বাহিনীর একটি জরুরী সেল চালু করা হয়েছে এবং এই সেল প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে রক্তদাতা প্রেরণের জন্য ২৪ ঘন্টা নিয়োজিত থাকবে। যোগাযোগ-০১৭৬৯৯৯৩৫৫৮ (হোয়াটসএ্যাপসহ)। এছাড়াও, বিমান বাহিনীর কন্ট্রোল সেন্টার  (যোগাযোগ - ০১৭৬৯৯৯৩৮৮৮, ০২-৫৫০৬৩৫৭০)

সম্মানিত বিমান বাহিনী প্রধান একটি সরকারী সফরে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। ঘটনার আকস্মিকতায় অবিলম্বে তিনি সফর বাতিল করতঃ তুরস্ক এয়ারপোর্ট থেকেই দেশের উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করেন।

সম্মানিত বিমান বাহিনী প্রধান বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
BBS cable ad

বিমানবাহিনী এর আরও খবর: