বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যাড ইন্টেরিম এর সৌজন্য সাক্ষাৎ

অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার), সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যাড ইন্টেরিম Ms. Tracey Ann Jacobson বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সর্ম্পক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, এ সময় যুক্তরাষ্ট্রের Senior Defense Official and Defense Attache Lieutenant Colonel M.R. Chandler উপস্থিত ছিলেন।