৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ সমাপ্ত
৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ গত ২৪ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে চার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই টুর্নামেন্টে ৮৪০ জন গলফার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যগণ ব্যতীত আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আর্মি গলফ ক্লাব, প্রাইম ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান, বাংলাদেশ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।


