শিরোনাম

South east bank ad

মাসুকার কবরে বিমান বাহিনীর গার্ড অব অনার প্রদান

 প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন   |   বিমানবাহিনী

মাসুকার কবরে বিমান বাহিনীর গার্ড অব অনার প্রদান


ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেছে বাংলাদেশ বিমান বাহিনী। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে মাসুকার সম্মানে গার্ড অব অনার প্রদান করে বিমান বাহিনীর ১০ সদস্যের প্রতিনিধিদল। পরে পুষ্পস্তবক অর্পণ শেষ কবর জিয়ারত এবং মোনাজাত করেন প্রতিনিধি দলের সদস্যরা। স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তারা।

এসময় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান সাংবাদিকদের জানান, বিমান বাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর সকল সদস্যদের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানোর জন্য তারা এখানে এসেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা ব্যক্ত করছি। তার এই আত্মত্যাগ দেশবাসী চিরকাল স্মরণ রাখবে। বিমান বাহিনী সবসময় তার পরিবারের পাশে থাকবে।

এদিকে আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ঢাকার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাইলস্টোন কলেজের নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানাতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, গত ১৫-১৬ বছরে যারা দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, খুনের সঙ্গে জড়িত ছিল, তারা একটা অপরাজনীতি শুরু করেছে। তারা পারেনি, কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ হয়নি। দুর্ঘটনার পরদিনই সচিবালয়ে মিছিল এবং মাইলস্টোন কলেজের সামনেও মিছিল হয়েছে। সেখানে তাদের উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক স্লোগান ছিল। তিনি এ সময় দেশকে নতুনভাবে নির্মাণ করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


তিনি আরও বলেন, এরকম জনবহুল জায়গায় বিমান প্রশিক্ষণের কোনো সুযোগ নেই। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এবিএম মমিনুল হক, জেলা বিএনপি’র সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ দলের নেতাকর্মীরা।
BBS cable ad

বিমানবাহিনী এর আরও খবর: