শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

অদ্য ১০/০৯/২০২৫ তারিখ বিকাল ০৩:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে "শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা" অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোছা: নাজমা নাহার, উপপরিচালক স্থানীয় সরকার জনাব মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসন সহ আইনশৃংখলা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং পূজা মণ্ডপ কমিটিসমূহের নেতৃবৃন্দ।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়।