মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগ এবং কার্ডিওলজি বিভাগের উদ্বোধন
আজ ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) মুন্সীগঞ্জ জেলার স্বাস্থ্য সেবার প্রাণকেন্দ্র ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, মুন্সীগঞ্জ এর রেডিওলজি ও ইমেজিং বিভাগ এবং কার্ডিওলজি বিভাগের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত।
অতঃপর তিনি ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, মুন্সীগঞ্জ এ নব পদায়নকৃত ২৯ জন সিনিয়র স্টাফ নার্স এর যোগদান উপলক্ষে বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ এ.টি.এম ওবাইদুল্লাহ, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাম্মদ কবীর, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং নবযোগদানকৃত নার্সবৃন্দ ।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, প্রত্যেক রোগীকে নিজের পরিবারের সদস্য মনে করে সেবা প্রদানের মানসিকতা ধারণ করতে হবে। নবাগত নার্সরা তাদের সর্বোচ্চ পেশাগত দায়িত্ব পালন করবেন তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।


