বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডন্ বসকো উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন বান্দরবান জেলা প্রশাসক
 
                                                                                                অদ্য ২৭ অক্টোবর ২০২৫ তারিখ বান্দরবান সদর উপজেলায় অবস্থিত বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডন্ বসকো উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন বান্দরবান পার্বত্য জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।
জেলা প্রশাসকের হঠাৎ পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং পড়াশোনায় মনোনিবেশ করে নিজেদের সৎ, দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পরামর্শ প্রদান করেন।
তিনি এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণকে স্কুলের  শিক্ষা ব্যবস্থা সঠিক ভাবে পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন এবং বান্দরবান জেলার শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।
পরিদর্শনকালে সহকারী কমিশনার (গোপনীয়)সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                  
 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            