মুন্সীগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অবসরজনিত “বিদায় সংবর্ধনা-২০২৫” অনুষ্ঠিত
শিক্ষক শুধু জ্ঞানই দান করেন না, বরং নৈতিকতা, মূল্যবোধ এবং নেতৃত্বের শিক্ষা দিয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন, যা জাতিকে সমৃদ্ধ ও উন্নত করে। যেই শিক্ষকদের প্রচেষ্টায় আগামীর ভবিষ্যতের হাতেখড়ি হয়, তাদের বিদায়কে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার এর আয়োজনে মুন্সীগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অবসরজনিত “বিদায় সংবর্ধনা-২০২৫” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষকদের উত্তরীয় পড়িয়ে ও ফুল দিয়ে বরণ করা হয় এবং অনুষ্ঠান শেষে তাদের হাতে সম্মননা স্মারক তুলে দেওয়া হয়।
অদ্য ২০ অক্টোবর (সোমবার) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটেরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত।
এর পূর্বে তিনি মুন্সীগঞ্জ সদর থানা ও সদর উপজেলা পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালীন সময়ে তিনি গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও অন্যান্য সরঞ্জাম বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুবুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার জনাব মৌসুমী মাহবুব, সহকারী কমিশনার (ভূমি) সদর জনাব মারজানা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অতঃপর জেলা প্রশাসক মহোদয় উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত “মানচিত্রে বাংলাদেশ” এর উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি সদর উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করেন।অতঃপর অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের মাঝে চেক তুলে দেন। সদর উপজেলার বিভিন্ন বালিকা বিদ্যালয়ে সেনেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, মাধ্যমিক বিদ্যালয়ে পানি বিশুদ্ধকরণ মেশিন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে Trash Bin ও পানির ফিল্টার বিতরণ করেন।


