আশুগঞ্জে প্রাইভেট কারে অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকার তল্লাশি করে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর ইউনিয়নের সোনারামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর হাটি (মৃধাবাড়ী) গ্রামের আতাউর রহমান লিটনের ছেলে ইসহাক হাছান (২৩) এবং একই জেলার শিবপুর উপজেলার চক্রধা (দক্ষিণপাড়া) গ্রামের আবুল হাসেমের ছেলে সুমন মিয়া (৩৮)।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সোনারামপুর এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ৩০ রাউন্ড গুলি, ১১৫ কেজি গাঁজা, ১২ ক্যান বিদেশি বিয়ার ও ছয় বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


