শিরোনাম

South east bank ad

সরকার সব মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে: প্রধান উপদেষ্টা

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন   |   প্রধানমন্ত্রী

সরকার সব মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে: প্রধান উপদেষ্টা

উদ্যোক্তা হওয়ার জন্য মানুষের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে পিকেএসএফ ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে পিকেএসএফ ভবন ২- এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। পরে আয়োজিত আলোচনা সভায় তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা জানান, তার সরকার সব মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে।


ড. মুহাম্মদ ইউনূস বলেন, মানুষ কারও চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সেদিকে যেন আমরা যেতে পারি, সবাইকে সেই সুযোগ যেন দিতে পারি।
 
প্রধান উপদেষ্টা বলেন, এখন মানুষ বহু রকমের উদ্যোক্তা হয়েছে। আমরা কারও তালিকা করে রাখিনি। কাজেই আরও সুযোগ আসছে। এর বড় কারণ হলো প্রযুক্তি। প্রযুক্তি আমাদেরকে সমস্ত কাজে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এখন প্রযুক্তিকে ব্যবহার করার সময় এসেছে।
 
তিনি বলেন, আমরা প্রতিটি মানুষকে তার নিজের সক্ষমতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ করে দিতে চাই। আশা করি, এই কাজে পিকেএসএফ নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করবে।
BBS cable ad

প্রধানমন্ত্রী এর আরও খবর: