শিরোনাম

South east bank ad

দেবীদ্বারে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন   |   দেশ

দেবীদ্বারে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

কুমিল্লার দেবীদ্বারে কৃষিজমির মাটি কাটার দায়ে দুইটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌর এলাকার পানুয়ারপুলের ‘এসবিসি’ ইটভাটা ও ভিংলাবাড়ির ‘একতা’ ইটভাটাকে পৃথক দুই মামলায় ৩ লাখ টাকা করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

‘ইট প্রস্তুত ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩’-এর ১৫(১) ধারায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
এসময় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) অপু চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, পরিবেশ বিপর্যয় থেকে মানুষের জান-মাল, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা এবং কৃষিজমি ও গোমতী নদী থেকে মাটি কাটা রোধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। তিনি অভিযোগ করেন, মাটি খেকো চক্র রাতের আঁধারে ও পাহারাদার বসিয়ে প্রশাসনের নজরদারি এড়িয়ে মাটি উত্তোলন করছে।

তিনি আরো বলেন, ‘ওরা যতই অভিনব কৌশল নিক, প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মাটি কাটা প্রতিরোধে কঠোর অভিযান চলবে।

BBS cable ad