শিরোনাম

South east bank ad

ফেব্রুয়ারিতে দেশে উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

 প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন   |   প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারিতে দেশে উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন হবে বলে আবারও প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

একটি স্বচ্ছ নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা। জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টা তার ভাষণে সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এ অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যায়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’

চলতি বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫-এ মোট ৯৬ জন কোর্স সদস্য অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ভ্রাতৃপ্রতিম ১৮টি দেশের ২৯ জন সদস্য।

BBS cable ad

প্রধানমন্ত্রী এর আরও খবর: